top of page
Baitun Nur Islamia Madrasa
বাইতুন নূর ইসলামিয়া মাদরাসা

আমাদের লক্ষ

আমাদের বাইতুন নূর ইসলামিয়া মাদরাসার লক্ষ হল আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের ছাত্রদের ইসলামিক শিক্ষায় সুশিক্ষিত করা যেন আমাদের প্রাণপ্রিয় সন্তানেরা বিশ্বের এই আধুনিকায়নের সাথে সাথে সঠিক ইসলামিক শিক্ষা থেকে বঞ্চিত না হয়। কউমি সিলেবাসের সাথে নতুনত্ব যোগ করে আমরা ঢেলে সাজিয়েছি আমাদের সিলেবাস যেন শুধু কুরআন শিক্ষা নয় বরং এর সাথে ইসলামি আকায়িদ, বিশ্বনবী (স) এর জীবনী সম্পর্কে এবং ইংরেজি কথোপকথন সহ নিত্য প্রয়জনীয় সকল শিক্ষায়  সুশিক্ষিত হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। বাইতুন নূর ইসলামিয়া মাদরাসা। Baitun Nur Islamia Madrasa  

কেন আপনার সন্তানকে ভর্তি করবেন আমাদের মাদরাসায়?

ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আদর্শ নাগরিক হিসেবে আপনার সন্তানকে গড়ে তোলার লক্ষে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

আমাদের বিশেষ কিছু বিশিষ্ট- বাইতুন নূর ইসলামিয়া মাদরাসা। Baitun Nur Islamia Madrasa

১. হক্কানী ওলামায়ে কেরাম ও আন্তর্জাতিক মানের হাফেজ ও কারী সাহেবদের তত্ত্বাবধানে পরিচালিত।

২. হিফজ বিভাগের ছাত্রদের জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযগিতায় অংশগ্রহণের বিশেষ ব্যবস্থা।

৩. স্বল্প সময়ে আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন হিসেবে গড়ে তোলার নিরলস প্রচেষ্টা।

৪. কউমি মাদরাসার মূল ধারার সাথে ৫ম শ্রেণী পর্যন্ত বাংলা গণিত সহ সকল বিষয়ে শিক্ষাদানের সুব্যবস্থা।

৫. স্পকেন ইংলিশ কোর্সের সুব্যব্যস্থা।

৬. মাদরাসার ক্যাম্পাস সি. সি. ক্যামেরার আওয়াতাভুক্ত।

৭. স্কুল থেকে আগত শিক্ষার্থীদের জন্য রয়েছে সুব্যবস্থা। 

৮. ছাত্রদের সার্বক্ষণিক নিরাপত্তার সুব্যবস্থা।

৯. সার্বক্ষণিক বিদ্যুতের জন্য জেনেরাটর এর সুব্যবস্থা।

 ১০. প্রতি বছর শিক্ষা সফরের ব্যবস্থা।

Baitun Nur Islamia Madrasa
বাইতুন নুর ইসলামিয়া মাদরাসা
Baitun Nur Islamia Madrasa

আপনার সন্তানকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুণ। আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে যুগোপযোগী একটি শিক্ষা প্রতিষ্ঠান।           

যোগাযোগ করুণ

আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ

প্রধান অফিস

amirbinsahadat@gmail.com
ফোন: ০১৯৭৭-০৮০৯৪৭

ভর্তি তথ্য

خَيْرُكُمْ مَنْ تَعَلّمَ الْقُرْآنَ وَعَلَمَه.

তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই, যে নিজে কুরআন শেখে এবং অন্যকে তা শেখায়।

-সহীহ বুখারী, হাদীস ৫০২৭

bottom of page